ফিরছে গরমের জ্বালা, রাজ্যজুড়ে ব্যাপক তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় 'মোচা'র একেবারে পাল্টা প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। হু হু করে বাড়ছে গরম। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোচা' (Mocha) নিয়ে তৎপর প্রশাসন।

author-image
SWETA MITRA
New Update
heat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের দহন জ্বালা (Heatwave) সহ্য করতে হবে পশ্চিমবঙ্গকে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, 'কলকাতা ও পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সৃষ্টি হবে। আগামীকাল থেকে একাধিক জেলায় নতুন করে তাপপ্রবাহের সৃষ্টি হবে।' মালদা ও দক্ষিণ দিনাজপুরে তিনদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বেশ কিছু জায়গায় দমকা হাওয়া বইবে, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।