/anm-bengali/media/media_files/mQquhK5DmRfzRso3relt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক রাজনৈতিক দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেছেন, "আমাদের নতুন সংসদ ভবনের উদ্বোধন ইস্যুতে রাজনীতি করা উচিৎ নয়। বিরোধীরা সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে। প্রত্যেকে তাদের চিন্তার ক্ষমতা অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় এবং কাজ করে। আমরা সবাইকে ডেকেছি।“ নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট নিয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ বলে মনে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার প্রমাণ। অমিত শাহের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ মে নবনির্মিত সংসদ ভবনটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। রেকর্ড সময়ের মধ্যে এই নতুন কাঠামো তৈরিতে অবদান রেখেছেন প্রায় ৬০ হাজার শ্রমিক।
#WATCH | We should not politicize this (inauguration of the new Parliament building) issue, let people think and react however they want to: Union Home Minister Amit Shah pic.twitter.com/QX2xuQ2U7Y
— ANI (@ANI) May 24, 2023