New Update
/anm-bengali/media/media_files/oPtd7DSgDNo2zieepAJS.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার থেকে জেগে উঠেছে রাশিয়ার (Russia) সক্রিয় আগ্নেয়গিরি(Volcano) শিবেলুচ।রাশিয়ার কামচাতকা উপদ্বীপে বুধবার দ্বিতীয় দিনের মতো ছাই নিঃসৃত হয়েছে আগ্নেয়গিরি থেকে। যার ফলে আকাশে কালো মেঘে ঢেকে গিয়েছে। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস জিওফিজিক্যাল সার্ভে'র কামচাতকা শাখা জানিয়েছে, বুধবারও অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে। এই অগ্ন্যুৎপাতের জেরে আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us