জোজিলা টানেল পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী, দেখুন ভিডিও

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি এবং জম্মু ও কাশ্মীরের এলজি মনোজ সিনহা জোজিলা টানেল পরিদর্শন করছেন। এই জোজিলা টানেল ২০২৬ সালের মধ্যে লাদাখের সঙ্গে জম্মু ও কাশ্মীরকে সংযুক্ত করবে।

author-image
New Update
visit 2

নিজস্ব সংবাদদাতা: সোমবার  কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি(Nitin Gadkari)এবং জম্মু ও কাশ্মীরের (Jammu &Kashmir)এলজি মনোজ সিনহা  জোজিলা টানেল পরিদর্শন করছেন। এই জোজিলা টানেল ২০২৬ সালের মধ্যে লাদাখের সঙ্গে জম্মু ও কাশ্মীরকে সংযুক্ত করবে। সরকারি সূত্রের খবর, আজ তিনি সোনামার্গে এমওআরটিএইচ-এর পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটিতে  সাংসদদের উদ্দেশে ভাষণ দেবেন।