বড় খবরঃ মণিপুর যাচ্ছেন অমিত শাহ

বর্তমানে আসাম সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ বৃহস্পতিবার আসামের গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের হিংসা প্রসঙ্গে মন্তব্য করেছেন।

author-image
SWETA MITRA
25 May 2023
বড় খবরঃ মণিপুর যাচ্ছেন অমিত শাহ

 নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে আসাম সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ বৃহস্পতিবার আসামের গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের হিংসা প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি আজ বলেছেন, "আদালতের রায়ের পর মণিপুরে (Manipur) সংঘর্ষ হয়েছে। আমি কুকি এবং মেইতেই গ্রুপের কাছে আবেদন করব যে তাঁরা যেন শান্তি বজায় রাখে। সবার সাথে ন্যায়বিচার করা হবে। আমি নিজে কিছুদিন পর মণিপুরে যাবো এবং সেখানে তিনদিন থাকব এবং শান্তি প্রতিষ্ঠার জন্য মণিপুরের মানুষের সঙ্গে কথা বলব।“ অমিত শাহের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য, চলতি মাসে রাজ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে নতুন করে মণিপুরে উত্তেজনা বিরাজ করছে। রাজ্যজুড়ে প্রায় ২,০০০ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।