/anm-bengali/media/media_files/AuDMiLl7QmkO2UKWVylr.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাখমুত নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লাগাতার চলছে সংঘর্ষ। রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া তার ওয়াগনার বেসরকারী সামরিক ইউনিটের পরিবর্তে বাখমুতে নিজেদের সৈন্য মোতায়ন করেছে। ওয়াগনার প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন জানিয়েছে , পূর্ব ইউক্রেনের বাখমুত থেকে তার বাহিনী প্রত্যাহার শুরু করেছে এবং রাশিয়ান সৈন্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে , এই রুশ সেনা মোতায়ন নিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে কিছু জানা যায়নি।