রাশিয়ার হাত থেকে রক্ষা কি পাবে বাখমুত?

মঙ্গলবার বাখমুত আগ্রাসন নিয়ে মুখ খুললেন  কিয়েভের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার । ইতিমধ্যেই বাখমুত নিয়ে বেশ চিন্তিত ইউক্রেনীয় প্রশাসন ।

author-image
New Update
bakhmut

নিজস্ব সংবাদদাতাঃ বাখমুতে ভয়াবহ আগ্রাসন নিয়ে এবার মুখ খুলল ইউক্রেন।  মঙ্গলবার  কিয়েভের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে দাবি করেছেন, বাখমুতে যুদ্ধ  হ্রাস পেয়েছে।   ইউক্রেনের বাহিনী ফ্ল্যাশপয়েন্ট পূর্বাঞ্চলীয় শহরে অবস্থান করছে।  তিনি দাবি করেন, ইউক্রেনের সৈন্যরা  বাখমুতের উত্তর ও দক্ষিণে 'সামান্য অগ্রগতি' করেছে। তবে এখনও পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে  বাখমুতে চলছে ভয়াবহ সংঘর্ষ।  উল্লেখ্য , বাখমুতকে রক্ষা করতে তৎপর ইউক্রেনীয় প্রশাসন।