/anm-bengali/media/media_files/AXB85NIGzyrzihMwDP00.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাখমুত নিয়ে লাগাতার চলছে রাশিয়া এবং ইউক্রেন সংঘাত। এই সংঘাতের মাঝে ইউক্রেনীয় প্রশাসন জানিয়েছে , রুশ সেনাবাহিনী বাখমুত ঘিরে ফেলেছে। এই ঘটনার জেরে ইউক্রেন জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাখমুতের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই বাখমুতে জারি হয়েছে সতর্কতা।