যাদবপুরকাণ্ড: রিপোর্টে অসন্তুষ্ট UGC! মিথ্যা বলেছিলেন রেজিস্ট্রার?

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। এদিকে ইউজিসি যে রিপোর্ট চেয়েছিল সেটা পেয়ে সংস্থা অসন্তুষ্ট এমনটা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের ক্যাম্পাসে প্রথম বর্ষের পড়ুয়ার অকাল মৃত্যুকে ঘিরে ইউজিসি যে রিপোর্ট চেয়েছিল সেই রিপোর্ট পেয়ে সন্তুষ্ট নয় কমিশন, এবার জানিয়ে দিল স্পষ্ট। যে ১০ টি পয়েন্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তর দিয়েছে তা সন্তোষজনক নয় বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি জানিয়েছেন যে Ragging রিপোর্ট নিয়ে খুশি নয় ইউজিসি। এই নিয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠিও দিয়েছেন ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্ট সন্তোষজনক, এমনটাই এর আগে দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।