/anm-bengali/media/media_files/vGGWB5pxVMxidzocsLj0.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: Ragging- এর রাহুগ্রাসে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ১২ দফা প্রশ্নসহ এবার কড়া ইমেল পাঠাল ইউজিসি। কিছু প্রশ্ন তোলা হয়েছে যার উত্তর দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এছাড়াও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কর্তৃপক্ষ জবাব দিতে না পারলে ধরে নেওয়া হবে তাদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু নেই। সন্তোষজনক উত্তর না পেলে আইন অনুযায়ী পদক্ষেপের হুমকি দিয়েছে ইউজিসি। ২৪ ঘন্টার মধ্যে প্রথম দফার উত্তর পাঠাতে বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। অন্যদিকে, দ্বিতীয় দফার চিঠির উত্তর দিতে হবে ১০ দিনের মধ্যে।
প্রশ্ন: Ragging সংক্রান্ত বিধি ও শাস্তি সংক্রান্ত বিষয়ে পড়ুয়ারা যে অবহিত সেটা কি কোনও হলফনামায় সই করানো হয়েছিল?
প্রশ্ন: মৃত পড়ুয়া ও তার অভিভাবকের কাছ থেকে এই ধরনের কোনও হলফনামা নেওয়া হয়েছিল কি? প্রতিলিপি পাঠাতে হবে।
প্রশ্ন: সিনিয়র ও জুনিয়রদের সাথে প্রতিষ্ঠানের প্রধানের যৌথ ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল কি?
প্রশ্ন: একজন করে ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ করা হয়েছিল কি যিনি নতুন ছাত্রদের সঙ্গে কথা বলবেন বা ওয়ার্ডেনকে নিয়ে আচমকা হোস্টেল পরিদর্শনে যাবেন?
প্রশ্ন: নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হয়েছিল কি? সেখানে সিনিয়রদের প্রবেশে নজরদারি ছিল?
প্রশ্ন: ছাত্রকে কী পদ্ধতিতে হোস্টেলের রুম বরাদ্দ করা হয়েছিল? অ্যান্টি Ragging কমিটি এবং থানার নম্বর কি পড়ুয়াকে দেওয়া হয়েছিল?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us