New Update
/anm-bengali/media/media_files/sQkaBavR7gEkUsURWnTW.jpg)
buildings collapse in Marseille
নিজস্ব সংবাদদাতা: আচমকাই ফ্রান্সে (France) ধসে পড়ল দুটি বাড়ি। রবিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে (Marseille) পরপর দুটি আবাসিক ভবন ধসে পড়ে। এই ঘটনার জেরে ১০জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তবে , কি করে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us