/anm-bengali/media/media_files/PmVyF0DFcvjno1f4Gr5m.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মার্কিন সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, হোয়াইট হাউজ সংলগ্ন লাফায়েত স্কয়ারে নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। এই ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে হোয়াইট হাউজের প্রশাসন। তবে এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
Truck crashes into security barriers near US White House, driver detained
— ANI Digital (@ani_digital) May 23, 2023
Read @ANI Story | https://t.co/j2tfAmeorP#US #WhiteHouse pic.twitter.com/YjB7oTm6ZS