/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ন্তীপোরা এলাকার ত্রালের নাদের গ্রামে ফের শুরু হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। বৃহস্পতিবার সকালে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। সূত্রের খবর, ওই এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
/anm-bengali/media/media_files/DCGrSIZszod7wTlCSFFg.jpg)
তল্লাশির সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র গুলির লড়াই। এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে, বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষের যাতায়াতও।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযান এখনও চলছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে অভিযানের শেষ পর্যন্ত সমস্ত তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন। উত্তপ্ত পরিস্থিতিতে উপত্যকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us