প্রথমে তাকে দুর্গাপুরে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে মেডিক্যাল পরীক্ষার পর কলকাতায় নিজাম প্যালেসে আনা হবে। জীবনের বিরুদ্ধে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাটের মতো একাধিক ধারায় অভিযোগ রয়েছে।
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে তৃণমূলের 'জীবন'। বাড়ল ধৃতের সংখ্যা। টানা ৬৫ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, প্রথমে তাকে দুর্গাপুরে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে মেডিক্যাল পরীক্ষার পর কলকাতায় নিজাম প্যালেসে আনা হবে। জীবনের বিরুদ্ধে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাটের মতো একাধিক ধারায় অভিযোগ রয়েছে।