New Update
/anm-bengali/media/media_files/2025/01/20/6kfVkQU4OMzqYJhtnXic.webp)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) অভিযুক্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করবেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। রায় ঘোষণা ১২:৩০। আরও আঁটোসাটে নিরাপত্তা মোড়া হয়েছে আদালত চত্বর। এজলাসে নো এন্ট্রি। গেটে মোতায়েন রয়েছে পুলিশ। করিডর রেলিং দিয়ে আলাদা চ্যানেল কাঠগড়া পর্যন্ত। বিচারক অনুমতি দিলে এজলাসে সকলের প্রবেশ। জানাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us