এখনও চাকরি হয়নি, মা কালীই ভরসা চাকরি প্রার্থীদের

৮০০ দিন কাটলেও চাকরি হয়নি। কালীঘাটে পুজো দিলেন চাকরি প্রাথীরা। 

author-image
Aniket
23 May 2023
এখনও চাকরি হয়নি, মা কালীই ভরসা চাকরি প্রার্থীদের

নিজস্ব সংবাদদাতা: ৮০০ দিন কেটেছে, চাকরির দাবিতে পথে রয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। তবে এখনও মেলেনি চাকরি। এবার তাই মা কালীর কাছে চাকরির জন্য প্রার্থনা করলেন চাকরি প্রার্থীরা। কালীঘাটে পুজো দিয়েছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেকোনো সমস্যায় পড়লে কালীঘাটে পুজো দেন। তাই তারাও কালীঘাটে পুজো দিয়েছেন চাকরির জন্য। তারা আশা করছেন, এরপরে দ্রুত চাকরি পাবেন তারা।