মাঝ আকাশে বিপাকে পড়ল বিমান!

শনিবার এয়ারস্পিডের জেরে বিপাকে পড়ে  এয়ারলাইন্সের কার্গো বিমান।

author-image
New Update
flight11

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  ফের বিপাকে পড়লো  এয়ারলাইন্সের কার্গো বিমান।  শনিবার দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, "ইউপিএস এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটটি জার্মানির কোলন থেকে চীনের সাংহাই যাওয়ার পথে এয়ারস্পিড আচমকাই   বিপাকে পড়ে।  এই ঘটনার জেরে বিমানটি নিরাপদে  দিল্লিতে অবতরণ করেছে ।" তবে আচমকাই এই গোলযোগের জেরে বিপাকে পড়ে যাত্রীরা।