বন্দুকধারীর গুলিতে নিহত ৪

শনিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে ৪ জন পুলিশ  নিহত হয়েছে বলে জানা যায়।   স্থানীয় সূত্রে খবর , কর্মকর্তারা এখনও সন্দেহভাজনকে খুঁজছেন। সূ

author-image
আপডেট করা হয়েছে
New Update
shoot


নিজস্ব সংবাদদাতাঃ  শনিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে ৪ জন পুলিশ  নিহত হয়েছে বলে জানা যায়।   স্থানীয় সূত্রে খবর , কর্মকর্তারা এখনও সন্দেহভাজনকে খুঁজছেন। সূত্রের খবর, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই  হামলা হয়।