New Update
/anm-bengali/media/media_files/PqXARPIfSDeduVcDYRkV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ থাইল্যান্ডের নির্বাচনে এখনও পর্যন্ত প্রথম স্থানে রয়েছে বিরোধী দল মুভ ফরওয়ার্ড পার্টি। এই ফলাফলের পরই থাইল্যান্ডের বিরোধী দল মুভ ফরওয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত বলেন,'বিরোধী জোটকে আরোও জোরদার করতে হবে। আমি অন্তত পাঁচটি বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছি।' তিনি ইতিমধ্যেই একটি শক্তিশালীর জোট গঠনের প্রস্তাবও দিয়েছেন। পিটা লিমজারোয়েনরাত আরও জানান , তিনি থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে প্রস্তুত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us