/anm-bengali/media/media_files/QSB697Gn6aEbwqx7RfPg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় মন্তব্য করলেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই (K Annamalai)। তিনি আজ রবিবার বলেন, 'এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ১৩০ টিরও বেশি আসন নিয়ে 'মিশন দক্ষিণ', বিশেষ করে ২০২৩ সালের জন্য 'মিশন কর্ণাটক'-এর লক্ষ্য নির্ধারণ করেছেন। কর্ণাটকের মানুষ এবার সংখ্যাগরিষ্ঠ সরকার চায়।' অন্যদিকে কংগ্রেস (Congress)-কে নিশানা করে বিজেপি নেতা বলেন, 'কংগ্রেসের জয়ের প্রশ্নই ওঠে না, তারা যা-ই করুক না কেন, তারা তাদের অহংকার মেটানোর জন্য তা করছে। বিজেপি কর্মীরা সম্পূর্ণ উত্তেজিত এবং খুব স্পষ্ট, আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়েছি এবং আমাদের মিশন হল সুশাসনের জন্য বিজেপিকে ক্ষমতায় আনা।'
Winning for them (Congress) is out of question, whatever they are doing, they are doing that to satisfy their ego. BJP workers are in full excitement & are very clear, we are aiming for a full majority & our mission is bringing BJP in power for good governance: Tamil Nadu BJP… pic.twitter.com/0B4ECYRVHI
— ANI (@ANI) April 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us