বাজি বিস্ফোরণ: এখনও অধরা অভিযুক্ত, এগরা যাচ্ছেন শুভেন্দু অধিকারী

গতকাল মঙ্গলবার এগরায় (Egra Blast) বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনাকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি জানিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
suvendu .jpg


নিজস্ব সংবাদদাতা: গতকাল মঙ্গলবার এগরায় (Egra Blast) বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনাকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এহেন পরিস্থিতিতে এবার এগরায় যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আজ বুধবার টুইট বার্তায় জানান যে, 'আমি পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রাম পরিদর্শন করব। আজ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সেখানে গিয়ে আমি হাজির হবো।  খাদিকুল গ্রাম হল সেই অভিশপ্ত স্থান যেখানে গতকালের ভয়াবহ বিস্ফোরণের ফলে মানুষের শরীরের পুড়ে যাওয়া অংশগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।'


এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি জানিয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে যে বাড়িতে এই কারখানাটি চলছিল সেটি ভেঙে পড়েছে। ওই পুলিশ কর্তা আরো বলেন, 'বিস্ফোরণে সাতজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। বিস্ফোরণটি ঘটে একটি বাড়ির ভিতরে যেখানে একটি বাজি তৈরির কাজ চলছিল। এ বিষয়ে তদন্ত চলছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'