/anm-bengali/media/media_files/Lugl2d6EzKgsvhTnSQIu.jpg)
ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগ
নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণকাণ্ডেও ভাইপো যোগ! তবে, এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। মূল অভিযুক্ত ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগ। পুলিশ তাকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। আর এ নিয়ে ট্যুইটে বিশেষ পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''গরু, বালি, কয়লা, লটারি, বোমা-বারুদ, নিয়োগ দুর্নীতি...সারা রাজ্যেই ভাইপো রাজ !''
রাজ্যের মুখ্যমন্ত্রী-তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকাকালীন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর দল বদল করতেই তিনি অভিষেককে সামনে রেখে সরব হন মমতার বিরুদ্ধে। কয়লা পাচার কাণ্ডে স্ত্রী,শ্যালিকা সহ নাম জড়িয়েছে অভিষেকের, এছাড়াও কুন্তলের চিঠি মামলায় অভিষেককে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ করতে চাওয়া নিয়ে চলছে আইনি লড়াই। এরই মাঝে প্রকাশ্যে এল এগরার ঘটনা। একের পর এক সভা থেকে পিসি-ভাইপো তথা মমতা-অভিষেককে একযোগে নিশানা করেছেন শুভেন্দু। এবার এগরা কাণ্ডেও ভাইপো যোগ প্রকাশ পেতেই করলেন বিশেষ পোস্ট। এগরাকাণ্ডের ভাইপোর সঙ্গেও রয়েছে তৃণমূল যোগ।
গরু, বালি, কয়লা, লটারি, বোমা-বারুদ, নিয়োগ দুর্নীতি...
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 18, 2023
সারা রাজ্যেই ভাইপো রাজ ! pic.twitter.com/MAHOFKPxSn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us