'আজকে বাধা দিলে পরশুদিনের ডিম-ভাত চটকে যাবে': শুভেন্দু অধিকারী

আজ শহর কলকাতার রাজপথে মিছিলে নেমেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। সঙ্গে ছিল হাজার হাজার কর্মী এবং সমর্থকরা। তবে প্রথম থেকেই পুলিশ অনুমতি দেয়নি এই মিছিল করতে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: পরশুদিন তৃণমূলের তরফে রয়েছে ২১ জুলাইয়ের সমাবেশ। তার আগে আজ দুপুরে বঙ্গ বিজেপি পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে নামে পথে।  বিকেল ৪টে নাগাদ শেষ হল সেই মিছিল। 

আগে জানা গিয়েছিল যে পুলিশের অনুমতি নেই এই মিছিলে। তবুও মিছিল করবেই বিজেপি এমনই প্রতিশ্রুতিবদ্ধ ছিল তারা। তবে মিছিলের কোনও অংশেই পুলিশের ভূমিকা দেখা গেল না। কোনও ক্ষেত্রেই বাধা দেওয়া হল না। এই নিয়ে মিছিলের শেষে ধর্মতলায় এসে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করলেন, 'আজকে বাধা দিলে পরশুদিনের ডিম-ভাত চটকে যাবে'।