রাজবংশী যুবককে নৃশংসভাবে গুলি করেছে মমতার পুলিশ, বিস্ফোরক শুভেন্দু

নতুন করে ফের একবার অশান্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ। এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার এই ঘটনা প্রসঙ্গেই রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

author-image
SWETA MITRA
New Update
mamata suvendu

নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে ফের একবার অশান্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ (Kaliyaganj)। এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার এই ঘটনা প্রসঙ্গেই রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার শুভেন্দু এক টুইট বার্তায় বলেন, "মমতার পুলিশ রাত আড়াইটের সময়ে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু তাকে খুঁজে পায়নি। এরপর তারা কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মণ (৩৩) নামে রাজবংশী এক যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। রাজ্য জ্বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো আনন্দ করছেন। গতকাল বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ ধরনের অভ্যন্তরীণ হিংসা ও রক্তপাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে গণতান্ত্রিকভাবে রুখে দাঁড়াতে হবে।''