এগরায় ভয়াবহ বিস্ফোরণ, অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার

বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর উত্তপ্ত রাজনৈতিক মহল। সরাসরি এনআইএ তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিধায়ক শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
SWETA MITRA
New Update
amit shah sukanta.jpg


নিজস্ব সংবাদদাতাঃ এগরায় (Egra) বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে এবার সরব হল বঙ্গ বিজেপি। এই ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার। চিঠিতে এগরার ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার চিঠিতে লিখেছেন, 'এগরা ব্লকে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এনআইএ তদন্ত করুক আমি সেটার তদন্ত জানাচ্ছি। খাদিকুল গ্রামে একটি বোমা তৈরির কারখানা ছিল। মর্মান্তিক বিস্ফোরণে জড়িত রয়েছে এগরার গ্রাম পঞ্চায়েত এলাকা। বিস্ফোরণের ফলে দুর্ভাগ্যজনকভাবে তিনজনের প্রাণহানি এবং চারজন গুরুতর আহত হয়েছেন।'