সীমান্তে চলছে ভয়াবহ গোলা বর্ষণ

বৃহস্পতিবার   বেলগোরদ অঞ্চলে ভয়াবহ গোলাবর্ষণের ঘটনা ঘটে । এই ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

author-image
New Update
ukraine drone

নিজস্ব সংবাদদাতা: ফের রুশ সীমান্তে ভয়াবহ গোলাবর্ষণ।  বৃহস্পতিবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অধিকৃত  বেলগোরদ অঞ্চলে  ভয়াবহ গোলাবর্ষণের ঘটনা ঘটে।  এই ঘটনায় ৩জন আহত হয়েছে বলে জানিয়েছেন বেলগোরদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ। ইতিমধ্যেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের রাশিয়ায় এই হামলার জেরে চিন্তায় পড়েছে প্রশাসন।  তবে , এই ঘটনার জেরে   বেলগোরদ অঞ্চলে  জারি হয়েছে সতর্কতা।