/anm-bengali/media/media_files/bo5HJo4Dn0rXcOawTftH.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার ওপর পাল্টা আক্রমণ করলো ইউক্রেন। বৃহস্পতিবার রাশিয়া সমর্থিত ক্রিমিয়ার প্রশাসনের প্রধান বলেন, ইউক্রেন বিভিন্ন এলাকায় রাতারাতি ছয়টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্রিমিয়ায় জারি হয়েছে সতর্কতা। বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে রুশ প্রশাসন। উল্লেখ্য , এই নিয়ে একই সপ্তাহে ২বার রাশিয়ার ওপর হামলা চালালো ইউক্রেন। এই ঘটনার জেরে বেশ চিন্তায় পড়েছে রুশ প্রশাসন।