একসঙ্গে গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা, ভয়ঙ্কর পরিস্থিতি

ইউক্রেনের তোরেস্কে গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
uk

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের তোরেস্কে একসঙ্গে গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রথমে তোরেস্কে গোলাগুলি চালায় রাশিয়ান বাহিনী। যার ফলে ৬ জন আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এরপরেই তোরেস্ক শহরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে বলে জানা যাচ্ছে।

Ukraine war: Why Russia has had such a disastrous 12 months, and what to  expect next - The Economic Times

ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৮ জন আহত হয়েছেন। চিকিৎসকরা আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করেন। ডোনেটস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো এই বিষয়ে জানিয়েছেন। এছাড়াও হামলার ফলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে তোরেস্কে। তোরেস্কে বর্তমানে ইউক্রেনীয় সৈন্যরা সচেতন রয়েছে। নতুন করে হামলা হলে তা প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নতুন করে হামলা হওয়ার আশংকা করছে স্থানীয়রা।