জম্মু ও কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী

সন্দেহভাজনদের শহরের পুরাতন পুঞ্চ এলাকায় দেখা গেছে। এর পরেই নিরাপত্তা বাহিনীকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, সিআরপিএফ, সেনা।

author-image
SWETA MITRA
New Update
1 jk.jpg

 

মনজিৎ সিং, পুঞ্চঃ জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) আবারও তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। বুধবার ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ শহরের পুলস্তিয়া নদী ও বেতাদ নালার কাছে  কয়েকজন 'সন্দেহভাজন ব্যক্তিদের' গতিবিধির ভিত্তিতে বুধবার সকালে নিরাপত্তা বাহিনী কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করেছে। সূত্রের খবর, পুঞ্চ শহরে কিছু সশস্ত্র লোকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয়রা। শহরের দুটি স্কুলও নাকি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। একসঙ্গে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সিআরপিএফ, সেনাবাহিনী।