নিজস্ব সংবাদদাতাঃ বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের আন্তঃসীমান্ত অভিযান দমনের জন্য রুশ বাহিনী 'বিপুল সংখ্যক' ড্রোন ভূপাতিত করেছে। বুধবার একথা ঘোষণা করে মস্কো। তবে বুধবার এই ড্রোন হামলায় এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু , মঙ্গলবার ইউক্রেন আগ্রাসনের জেরে বেলগোরদ অঞ্চলে ৭০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রশাসন। উল্লেখ্য, বেলগোরদ অঞ্চলে লাগাতার হামলার জেরে বেশ চিন্তায় পড়েছে প্রশাসন।