পর পর সীমান্তে ড্রোন হামলা ! ছড়াচ্ছে আতঙ্ক

বুধবার ফের  বেলগোরদ অঞ্চলে ড্রোন হামলা হয় । এই ঘটনার জেরে চিন্তায় পড়েছে প্রশাসন ।

author-image
Srijita
24 May 2023 আপডেট করা হয়েছে 25 May 2023
New Update
ukraine russia

নিজস্ব সংবাদদাতাঃ  বেলগোরদ অঞ্চলে  ইউক্রেনের আন্তঃসীমান্ত অভিযান দমনের জন্য রুশ বাহিনী 'বিপুল সংখ্যক' ড্রোন ভূপাতিত করেছে।  বুধবার একথা ঘোষণা করে মস্কো।  তবে বুধবার  এই  ড্রোন হামলায় এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।  কিন্তু , মঙ্গলবার ইউক্রেন আগ্রাসনের জেরে বেলগোরদ অঞ্চলে ৭০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রশাসন।  উল্লেখ্য, বেলগোরদ অঞ্চলে লাগাতার হামলার জেরে বেশ চিন্তায় পড়েছে প্রশাসন।