/anm-bengali/media/media_files/Uw9M7oiKCviBppD51kFZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা হয়। এই হামলাকে বেলগোরদের গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভ 'সন্ত্রাসবিরোধী অভিযান' বলে উল্লেখ করেছে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ভয়াবহ হামলার জেরে শুরু হয়েছে তদন্ত। বেলগোরদ অঞ্চলে জারি হয়েছে সতর্কতা। বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে বেলগোরদের প্রশাসন।