/anm-bengali/media/media_files/y0dxE3YpjdwPHTTF5ShA.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের ওপর। এই হামলা নিয়ে এবার সরব হল চীন। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় চীনের শান্তি দূতকে স্বাগত জানিয়েছে। তারপরই দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে চীনের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে ,রাশিয়া কিয়েভের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। চীনের , দাবি তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে তৈরী। উল্লেখ্য , এই বৈঠকের মাঝেই শুক্রবার ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার জেরে ইউক্রেন জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । এখন একটাই প্রশ্ন , আদৌ কি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় রাশিয়া?