/anm-bengali/media/media_files/sGgLQxrZBOjqAdsGz6LG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেলগোরদ নিয়ে বেশ চিন্তায় রুশ প্রশাসন। মঙ্গলবার রাশিয়ার বেলগোরদ অঞ্চলের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ইউক্রেনের আন্তঃসীমান্ত অনুপ্রবেশের পর কর্তৃপক্ষ এলাকা খালি করে দিয়েছে। গ্লাডকভ বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেলগোরদ অঞ্চলে কয়েক ডজন বার মর্টার এবং আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। এই ঘটনায় ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।