/anm-bengali/media/media_files/eS4aZFp7Cg3PMa7n7fpJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোর একটি ক্লিনিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই হামলার জেরে বাড়তে পারে নিহতের সংখ্যা।