/anm-bengali/media/media_files/p3qfYzKFLQy4JC9826gu.jpg)
নিজস্ব সংবাদদাতা: রুশ পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনার জেরে রাশিয়ার নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের দুই নাগরিককে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। জানা গেছে , ওই দুই অভিযুক্ত রাশিয়ার লেনিনগ্রাদ ও কালিনিনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ৩০টি বিদ্যুৎ লাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। অভিযুক্তদের কবে গ্রেফতার করা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে , এই নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি ইউক্রেন।
#BREAKING Russia says arrested Ukrainians planning strikes on nuclear power plants pic.twitter.com/7FtopXIoEV
— AFP News Agency (@AFP) May 25, 2023