হামলা! শুরু হল ফৌজদারি কার্যক্রম

বেলগোরদে ভয়াবহ হামলা । এই হামলা নিয়ে ফৌজদারি কার্যক্রম শুরু করল রাশিয়া।

author-image
Srijita
23 May 2023
হামলা! শুরু হল ফৌজদারি  কার্যক্রম

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার  বেলগোরদ অঞ্চলের বসতিগুলোতে ড্রোন  হামলা নিয়ে এবার সরব হল রাশিয়া।  বেলগোরদ অঞ্চলের বসতিগুলোতে আন্তঃসীমান্ত হামলার পর রাশিয়ার তদন্ত কমিটি ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের  মধ্যে রয়েছে, "সন্ত্রাসী কর্মকাণ্ড, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রাণনাশের চেষ্টা, হত্যার চেষ্টা, ইচ্ছাকৃতভাবে সম্পত্তির ক্ষতি বা ক্ষতি এবং অস্ত্র ও বিস্ফোরক পাচার।" রুশ বাহিনী দাবি করেছেন , "ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা বেলগোরদ অঞ্চলের গ্রেভরন জেলায় হামলা চালিয়েছে।"