/anm-bengali/media/media_files/eS4aZFp7Cg3PMa7n7fpJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ফের হামলা চালালো ইউক্রেনের ওপর। বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন,'গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৩০টি বিমান হামলা চালিয়েছে। এছাড়াও জনবহুল এলাকায় ৩৯ রাউন্ড বিমান বিধ্বংসী গুলি বর্ষণ করেছে।' এই হামলার জেরে বেশ কয়েকটি বাড়িভেঙে পড়েছে এবং কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এই হামলার জেরে ইউক্রেন জুড়ে জারি হয়েছে সতর্কতা। তবে রাশিয়ার এই বিধ্বংসী আগ্রাসনের জেরে ফের চিন্তায় পড়েছে ইউক্রেন।