New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
ব্রেকিং
নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল যোগ স্পষ্ট। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল খাদিকুল গ্রামে পৌঁছতেই বাড়ল আঁচ। শুরু বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন দোলা সেন, মানস ভুঁইয়ারা। ঘটনায় শান্তি রক্ষার আবেদন জানান রাজ্যের মন্ত্রী। দেন সর্বোচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাসও। অন্যদিকে, তৃণমূলের প্রতিনিধি দল গ্রামে পা রাখতেই চোর চোর রব তোলেন স্থানীয়রা। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us