পরপর জঙ্গি হামলা, ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দেখা করলেন রাজনাথ সিং

গতকাল থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। এই ঘটনা সম্পর্কে সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে এনকাউন্টারে ৫ জওয়ান শহীদ হয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
rajnath singh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল শুক্রবার সেনা-জঙ্গি সংঘর্ষে ভারতীয় সেনার (Indian Army) ৫ জন জওয়ান শহীদ হয়েছেন। এছাড়া লাগাতার বেশ কয়েকদিন ধরেই কাশ্মীরের বেশ কিছু এলাকায় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে বলে খবর। এহেন পরিস্থিতিতে তড়িঘড়ি আজ জম্মু সফরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা ঘাঁটিতে সেনা জওয়ানদের সঙ্গে মতবিনিময় করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেইসঙ্গে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেনা জওয়ানদের মনোবলও বাড়িয়েছেন রাজনাথ সিং বলে খবর। দেখুন সেই ভিডিও...