/anm-bengali/media/media_files/Ak7PrAs7vmiGl0lJ7I4F.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে আসন্ন বিধানসভা (Karnataka Assembly Election) ভোটকে পাখির চোখ করে আজ বুধবার একাধিক বিজেপির হেভিওয়েট নেতা ময়দানে নেমেছেন। আজই রাজ্যের একাধিক জায়গায় রোড শো থেকে শুরু করে জনসভা করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হেভিয়েটরা। আজ কর্ণাটকের বেলাগাভিতে দুর্নীতি প্রসঙ্গে রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, "দুর্নীতিকে দমন করার কাজ চলছে। বড় নেতারা জেলে যাচ্ছেন। বিরোধীরা দাবি করছে যে এই তদন্ত ইচ্ছাকৃত। যে যতই বিশিষ্টই হোক না কেন, এই সরকার সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তদন্ত করবে।'' এদিন কংগ্রেসকে নিশানা করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ''ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে কংগ্রেস ভারতের সংবিধানকে অপমান করেছে। ১৯৭৫ সালে নির্বিচারে সংবিধান সংশোধন করা হয় এবং জরুরি অবস্থা জারি করা হয় । এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষকে কারারুদ্ধ করা হয়। ক্ষমতায় আসুক বা না আসুক বিজেপি কখনও এমন পাপ করতে পারে না।'' দেখুন ভিডিও...
#WATCH कांग्रेस ने धर्म के आधार पर आरक्षण देकर भारत के संविधान की अवमानन की। 1975 में मनमाने तरीके से संविधान में संशोधन कर आपातकाल लगाकर लाखों की संख्या में लोगों को जेल में डाल दिया। भाजपा कभी ऐसा पाप नहीं कर सकती चाहे सत्ता मिले या न मिले: रक्षा मंत्री राजनाथ सिंह, बेलगावी pic.twitter.com/M2gM8XcYDq
— ANI_HindiNews (@AHindinews) April 26, 2023
#WATCH| Belagavi, Karnataka: "Corruption is under attack today, big leaders are going to jail...they (opposition) claim that this probe is intentional. This govt will probe all the corrupted leaders, no matter how prominent they are...": Defence Minister & BJP leader Rajnath… pic.twitter.com/yZSrmTmHW6
— ANI (@ANI) April 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us