লাগাতার বৃষ্টি! নামলো তাপমাত্রা

পাঞ্জাব ও হরিয়ানায় লাগাতার চলছে বৃষ্টিপাত । এই বৃষ্টির জেরে হ্রাস পেয়েছে তাপমাত্রা ।

author-image
Srijita
25 May 2023
লাগাতার বৃষ্টি! নামলো তাপমাত্রা

নিজস্ব সংবাদদাতা: লাগাতার চলছে বৃষ্টিপাত।  এই বৃষ্টিপাতের জেরে পাঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চণ্ডীগড়, লুধিয়ানা, পাতিয়ালা, ফরিদকোট, মোহালি, এসবিএস নগর, ফতেহগড় সাহিব, রূপনগর, আম্বালা, নারনউল, রোহতক, যমুনানগর, পঞ্চকুলা সহ আরও কয়েকটি জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে।  হাওয়া অফিস জানিয়েছে , আগামী ২-৩ দিন  পাঞ্জাব ও হরিয়ানায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।