মল্লিকার্জুন খার্গেকে তলব পাঞ্জাব আদালতের

কংগ্রেস সভাপতিকে তলব করেছে পাঞ্জাবের সাঙ্গরুর কোর্ট।

author-image
Pallabi Sanyal
New Update
kharge

মল্লিকার্জুন খার্গে

নিজস্ব সংবাদদাতা  : কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর যখন মল্লিকার্জুন খার্গের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে, ঠিক সেই সময় এল আদালতের নোটিশ। কংগ্রেস সভাপতিকে তলব করেছে পাঞ্জাবের সাঙ্গরুর কোর্ট। কর্ণাটক নির্বাচনের সময় বজরং দলের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে খার্গের বিরুদ্ধে হিন্দু সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা হিতেশ ভরদ্বাজের দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় সমন পাঠানো হল কংগ্রেস সভাপতিকে।