New Update
/anm-bengali/media/media_files/8nh57jXKTJM35Hlpf3bU.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজও টলিউড ইন্ডাস্ট্রিতে রাজপাট অক্ষুন্ন বুম্বাদার । এবার কি বাবার পথে হেঁটে ইন্ডাস্ট্রিতে পা দেবে প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ? টলিউডে এই নিয়ে বেশ কয়েকমাস ধরেই কানাঘুষো দানা বেঁধেছে। অভিনেতা জানিয়েছেন, ছেলের বড় পর্দায় অভিষেক নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। অন্তত বছর দুয়েক পর চিন্তাভাবনা করবেন। চলতি বছরেই সবে ১৮-য় পা দিয়েছে মিশুক। এখনই ছেলের অনস্ক্রিন ডেবিউ নিয়ে মাথা ঘামাতে চান না প্রসেনজিৎ তবে জানিয়ে রাখলেন, ‘ওর মধ্যে একটা আভাস তো পাচ্ছি। ছেলেকে পরিষ্কার বলে রেখেছি তোমাকে সবরকম সাপোর্ট দেব। এ দেশের সিনেমা জগতের যে কোনও লোক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার পুরো সুবিধা আমার ছেলের জন্য নেব। তোমাকে সেরা ট্রেনিং দেব’।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us