হিরোশিমায় পৌঁছালেন দেশের প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের প্রেসিডেন্সির অধীনে জি৭ সামিটে যোগ দেবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক

author-image
SWETA MITRA
New Update
pm modi hir.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, জাপানের (Japan)হিরোশিমায়পৌঁছালেন দেশেরপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।তিনিজাপানেরপ্রধানমন্ত্রীফুমিওকিশিদারআমন্ত্রণেজাপানেরপ্রেসিডেন্সিরঅধীনেজি৭ সামিটেযোগদেবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধের মধ্যে জি-৭ দেশগুলো কিছুদিন আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। জি-৭ সম্মেলনে এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফর। প্রধানমন্ত্রী মোদী এবং ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির মধ্যে একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে।