/anm-bengali/media/media_files/4Psi36IPcspbnaCcvrxV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, জাপানের (Japan)হিরোশিমায়পৌঁছালেন দেশেরপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।তিনিজাপানেরপ্রধানমন্ত্রীফুমিওকিশিদারআমন্ত্রণেজাপানেরপ্রেসিডেন্সিরঅধীনেজি৭ সামিটেযোগদেবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধের মধ্যে জি-৭ দেশগুলো কিছুদিন আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। জি-৭ সম্মেলনে এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফর। প্রধানমন্ত্রী মোদী এবং ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির মধ্যে একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে।
Prime Minister Narendra Modi lands in Hiroshima, Japan.
— ANI (@ANI) May 19, 2023
He will attend the #G7Summit under the Japanese Presidency at the invitation of Fumio Kishida, Prime Minister of Japan. pic.twitter.com/tT80qArASw
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us