New Update
/anm-bengali/media/media_files/TaPQenrMbqsQOzPex9nh.jpg)
নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণ কাণ্ডের ভিডিও নিয়ে চলছে ভুল প্রচার! সতর্ক করা হল পুলিশের পক্ষ থেকে। অনেকেই কেরলের পুরম উৎসবের দৃশ্যকে এগরার ভিডিও বলে চালাচ্ছেন। ভুয়ো প্রচার থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে পুলিশ। নতুবা অপপ্রচারের দায়ে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
কিছু মিডিয়া চ্যানেলে ও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটিকে এগরার খাদিকুলের বিস্ফোরণের ঘটনা হিসাবে প্রচার করা হচ্ছে। আসলে এটি কেরালার পুরম উৎসবের দৃশ্য। #WBP সকল কে ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছে। অন্যথায়, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#WBP4Upic.twitter.com/TBk0D0bran
— West Bengal Police (@WBPolice) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us