SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/izqtf9cJ1Sgs8nCJDw1v.jpg)
মিলিটারি স্টেশনের বাইরের দৃশ্য
নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার সকালে পাঞ্জাব (Punjab)-এর ভাতিণ্ডায় সেনা শিবিরে (Military camp) গুলি চলেছে। যার জেরে এখনও অবধি ৪ জন সেনার মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, ভাতিণ্ডা মিলিটারি স্টেশনে গুলি বর্ষণের ঘটনায় কোনও সন্ত্রাসবাদী যোগ নেই। পুলিশ আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছে, 'আর্মি ক্যান্টনমেন্টের সমস্ত প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় দু'দিন আগে ২৮ টি কার্তুজ সহ একটি ইনসাস রাইফেল নিখোঁজ হয়েছিল। এই ঘটনার পিছনে কিছু সেনা সদস্য থাকতে পারে। উধাও হওয়া আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
There is no terror angle in Bathinda Military Station firing incident, say Punjab police sources. pic.twitter.com/Bs4Q1axuHl
— ANI (@ANI) April 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us