New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Rape and Murder) রেশ এখনও কাটেনি। কালিয়াগঞ্জে (Kaliaganj) পুলিশকে বেধড়ক মার। দেওয়াল ভেঙে ঘরে ঢুকে বেধড়ক মার পুলিশকে (Police Beaten)। প্রাণ বাঁচাতে আশেপাশের ঘরে ঢুকে পড়েন ২০ থেকে ২৫ জন পুলিশ কর্মী। খাটের নিচ থেকে বের করে লাঠি দিয়ে বেধড়ক মার উন্মত্ত জনতার (Public)। রেহাই পেলেন না সিভিক ভলান্টিয়াররাও (Civic Volunteer)। রাস্তায় ফেলে মারা হয়েছে তাঁদের। আঙুল উঁচিয়ে শাসানি, ঘরের আসবাব তুলে মার। ঘরে ঢুকে পুলিশ কর্মীদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যায় কয়েকজন। চোখের সামনে পুলিশকে আক্রান্ত হতে দেখে আতঙ্কিত মানুষ। বাড়ির উঠোনে পড়ে রয়েছে পুলিশের রক্তমাখা উর্দি এবং জুতো। হাতজোড় করে প্রাণভিক্ষা পুলিশের, মুখ থেকে ঝরছে রক্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us