New Update
/anm-bengali/media/media_files/MGdCo2CoE3gaQgFhHOrY.jpg)
পুলিশের অভিযান
নিজস্ব সংবাদদাতা : আতিক আহমেদ ও তার ভাইকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আত্মসমর্পণ করেছে তিন শুটার। এর মধ্যে একজন লাভলেশ তিওয়াড়ি। লাভলেশ সম্পর্কে খোঁজখবর নিতে অভিযান পুলিশের। বাড়ির লোকেদের সঙ্গেও সম্পর্ক তেমন ভালো নয় লাভলেশের। তদন্তে উঠে এসেছে একের পর এক তথ্য। আতিক হত্যাকাণ্ডের জল কতদূর গড়ায় আর পুলিশ কী ব্যবস্থা নেয় সেই দিকেই তাকিয়ে সব মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us