আজ উত্তরাখণ্ডে 'বন্দে ভারত এক্সপ্রেসের' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফর শেষে বৃহস্পতিবার উত্তরাখণ্ডে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

author-image
Srijita
25 May 2023
আজ উত্তরাখণ্ডে  'বন্দে ভারত এক্সপ্রেসের'   উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার উত্তরাখণ্ড প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে। আজ সকাল ১১টায়  দিল্লি থেকে দেরাদুনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বৃহস্পতিবার সকালে একথা নিজেই জানান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, "উত্তরাখণ্ডের সংযোগ আরও জোরদার হতে চলেছে। আজ সকাল ১১টায় আমি দিল্লি ও দেরাদুনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করব। উত্তরাখণ্ডের রেল ট্র্যাকের ১০০% বৈদ্যুতিকীকরণের এই অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে।"

 

 

জানা গেছে ,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ  ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করবেন। এই বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে আটটি কোচ  এবং প্রতিটি কোচই হবে চেয়ার কার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি  জানিয়েছে যে ,'  উত্তরাখণ্ডের বন্দে ভারত এক্সপ্রেসের জন্য আজ  রাজ্য নতুন অধ্যায় শুরু করবে। উত্তরাখণ্ডের সমস্ত মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীকে ধন্যবাদ জানান তিনি।'