/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যৌথ অভিযানে সাফল্য পেল ঝাড়খণ্ডপুলিশওএনআইএ (NIA)। জানা গিয়েছে, এনআইএ ও পুলিশেরযৌথঅভিযানেনিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনপিএলএফআই-এরপ্রধানদীনেশগোপকে গ্রেফতার করা হয়েছে।দীনেশ গোপের মাথার দাম ছিল ৩০লক্ষটাকা। যারমধ্যে২৫লক্ষটাকাপুরস্কারঘোষণাকরেছিলঝাড়খণ্ডপুলিশএবং৫লক্ষটাকাপুরস্কারঘোষণাকরেছিলএনআইএ। জানা গিয়েছে, বিগত গত এক বছরে ঝাড়খণ্ড পুলিশ পিএলএফআই প্রধান দীনেশ গোপের স্কোয়াডের সঙ্গে একাধিক এনকাউন্টার করেছে। কিন্তু প্রতিটি এনকাউন্টারেই দীনেশ গোপ পালিয়ে যেত বলে অভিযোগ। বহু মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত দীনেশ গোপ দীর্ঘদিন ধরে পুলিশের জন্য মাথা ব্যথার কারণ ছিল। ঝাড়খণ্ড ও বিহার পুলিশের পাশাপাশি এনআইএও তাঁকে খুঁজছিল। পিএলএফআই সংগঠনের অনেক বড় বড় সদস্য ধরা পড়েছে বা নিহত হয়েছে। কিন্তু দীনেশ গোপকে পাকড়াও করা ঝাড়খণ্ড পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ ছিল।
Supremo of banned extremist outfit PLFI, Dinesh Gope arrested in a joint operation of Jharkhand police and NIA.
— ANI (@ANI) May 21, 2023
He was carrying a reward of Rs 30 lakhs. Out of which, the reward of Rs 25 lakhs has been declared by Jharkhand police while Rs 5 lakhs by NIA.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us