NIA-এর জালে কুখ্যাত নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মাথা

দীনেশ গোপের মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। যার মধ্যে ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ঝাড়খণ্ড পুলিশ এবং ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ যৌথ অভিযানে সাফল্য পেল ঝাড়খণ্ডপুলিশএনআইএ (NIA)। জানা গিয়েছে, এনআইএ ও পুলিশেরযৌথঅভিযানেনিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনপিএলএফআই-এরপ্রধানদীনেশগোপকে গ্রেফতার করা হয়েছে।দীনেশ গোপের মাথার দাম ছিল ৩০লক্ষটাকা। যারমধ্যে২৫লক্ষটাকাপুরস্কারঘোষণাকরেছিলঝাড়খণ্ডপুলিশএবংলক্ষটাকাপুরস্কারঘোষণাকরেছিলএনআইএ। জানা গিয়েছে, বিগত গত এক বছরে ঝাড়খণ্ড পুলিশ পিএলএফআই প্রধান দীনেশ গোপের স্কোয়াডের সঙ্গে একাধিক এনকাউন্টার করেছে। কিন্তু প্রতিটি এনকাউন্টারেই দীনেশ গোপ পালিয়ে যেত বলে অভিযোগ। বহু মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত দীনেশ গোপ দীর্ঘদিন ধরে পুলিশের জন্য মাথা ব্যথার কারণ ছিল। ঝাড়খণ্ড ও বিহার পুলিশের পাশাপাশি এনআইএও তাঁকে খুঁজছিল। পিএলএফআই সংগঠনের অনেক বড় বড় সদস্য ধরা পড়েছে বা নিহত হয়েছে। কিন্তু দীনেশ গোপকে পাকড়াও করা ঝাড়খণ্ড পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ ছিল।